The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

আপডেট: বুধবার, ২৩ জুলাই ২০২৫

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছিল। পরীক্ষা শেষে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন তিনি।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাসভবন ‘ফিরোজা’ থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

শারীরিক জটিলতার কারণে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন তার চিকিৎসক ও দলের শীর্ষ নেতারা।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘শারীরিক নানা জটিলতা বিবেচনায় নিয়ে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী দ্রুত কিছু পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন হয়েছিল। সে কারণেই তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। তার চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.