The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

রবিবার, ২৭ জুলাই ২০২৫

আপডেট: রবিবার, ২৭ জুলাই ২০২৫

বছরের ব্যবধানে কত বাড়ল বিএনপির আয়

বছরের ব্যবধানে কত বাড়ল বিএনপির আয়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৪ সালের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) আয়-ব্যয়ের অডিট প্রতিবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। এতে দেখা গেছে, এক বছরের ব্যবধানে দলটির আয় বেড়েছে প্রায় ১৪ কোটি ৫৫ লাখ টাকা।

রোববার (২৭ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে এ প্রতিবেদন জমা দেন।

পরে রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, ২০২৪ সালে বিএনপির মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। আর ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। সবশেষ ২০২৩ সালে দলটির আয় ছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা এবং ব্যয় হয়েছিল ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা।

এই হিসাবে দেখা যায়, এক বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে ১৪ কোটি ৫৫ লাখ ১৪ হাজার ৬৯১ টাকা। ব্যয়ের তুলনায় আয়-ব্যবধান রেখে চলায় দলটির বর্তমানে উদ্বৃত্ত রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

অতীতের হিসাব অনুযায়ী, ২০২২ সালে বিএনপির আয় ছিল ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা, ব্যয় ছিল ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতিবছর পঞ্জিকা বছরের শেষ আর্থিক হিসাব নিরীক্ষা করে জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক। দলগুলোকে স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান দ্বারা নিরীক্ষা করিয়ে এ হিসাব জমা দিতে হয়।

আইন অনুযায়ী, কোনো দল পরপর তিন বছর এই হিসাব জমা দিতে ব্যর্থ হলে তার নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

চলতি বছর আওয়ামী লীগ (যার নিবন্ধন স্থগিত রয়েছে) বাদে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দলকে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের আর্থিক বিবরণী জমা দিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সময়সীমা ধরা হয়েছে ৩১ জুলাই পর্যন্ত।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.