The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

বুধবার, ৩০ জুলাই ২০২৫

আপডেট: বুধবার, ৩০ জুলাই ২০২৫

সরকারের যেকোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান

সরকারের যেকোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান

সরকারের যেকোনো ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে ফ্যাসিবাদের উত্থান ঘটাতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৩০ জুলাই) বিকেলে সাভারের আশুলিয়ার দারুল ইহসান মাদরাসা মাঠে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এই সমাবেশে তিনি আশুলিয়ার ‘নারকীয় ঘটনার’ শহিদ শ্রমিক-ছাত্র-জনতার পরিবারের প্রতি শ্রদ্ধা জানান।

তারেক রহমান বলেন, ‘গত দেড় দশক ধরে দেশের জনগণ আন্দোলন করে যাচ্ছে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নয়। তারা অধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচার হটিয়ে জনগণের সরকার গঠনের লক্ষ্যে জীবন দিয়েছে। সুতরাং সরকারে যেই থাকুক, জনগণের কথা শুনেই দেশ চালাতে হবে।’

তিনি বলেন, ‘একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের প্রধান মাধ্যম হলো নির্বাচন। বিএনপি সবসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে এসেছে, যাতে প্রত্যেক নাগরিক নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। তাতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং জনগণের ইচ্ছাই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।’

তারেক রহমান আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে সরাসরি ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করলে রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। এতে দেশে রাজনৈতিক ভারসাম্য ও স্বচ্ছতা নিশ্চিত হবে।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘জনগণকে উপেক্ষা করে কোনো ব্যবস্থা টেকসই হতে পারে না। রাষ্ট্র ও রাজনীতির মূল শক্তি জনগণ। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে জনগণ শক্তিশালী হয়ে উঠলে কেউ আর ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বা দেশকে পরাধীন রাষ্ট্রে পরিণত করতে পারবে না।’

সমাবেশে তিনি ঘোষণা দেন, আশুলিয়ার ‘জুলাই শহীদদের’ স্মরণে একটি বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেই আত্মত্যাগের ইতিহাস ভুলে না যায়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.