The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

আমিরের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে জামায়াত

আমিরের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে জামায়াত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের দোয়া কামনা করেছে দলটি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিবৃতিতে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।’

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে তার সক্রিয় উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়।’

দ্রুত আরোগ্যের জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এবং দেশে-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের মহান আল্লাহর কাছে দোয়া করার অনুরোধ জানান তিনি।

এর আগে বুধবার (৩০ জুলাই) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ মঞ্চে পড়ে যাওয়ার পর জামায়াত আমিরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। বুধবার কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে হার্টে তিনটি বড় ধরনের ব্লক ধরা পড়ে।

তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।’

জামায়াত আমিরের ‘মোটামুটি সুস্থ’ থাকার তথ্য দিয়ে তার ব্যক্তিগত সহকারী নজরুল বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আমির বুধবার বেলা ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে বিকাল ৪টার দিকে তার এনজিওগ্রাম করা হয়।’

তার বাইপাস সার্জারি কবে, কখন করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.