The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

বুধবার, ০৬ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫

বিএনপির শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল

বিএনপির শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নয়াপল্টনে বিএনপির বিজয় শোভাযাত্রা শুরু হয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের ঢল নেমেছে।

দেশব্যাপী বিজয় র‌্যালি কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৬ আগস্ট) বিকেলে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়।

সকাল থেকেই ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে কার্যালয় প্রাঙ্গণে জমায়েত হন।

বিজয় র‍্যালির নেতৃত্বে দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ।

এ ছাড়া মিছিলের অগ্রভাগে রয়েছে মহিলা দলের নেতাকর্মীরা।

বিজয় র‍্যালিতে বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিল নিয়ে যোগ দিয়েছেন।

এই বিজয় র‍্যালি নয়া পল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে।

প্রসঙ্গত, আজকের র‌্যালির মধ্য দিয়ে শেষ হচ্ছে বিএনপির জুলাই ৩৬ দিনব্যাপী কর্মসূচি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.