The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

বিমান বিধ্বস্তে নিহত মাসুমার ছেলের দায়িত্ব নিলেন তারেক রহমান

বিমান বিধ্বস্তে নিহত মাসুমার ছেলের দায়িত্ব নিলেন তারেক রহমান

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত মাসুমা বেগমের (৩৮) শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকার শুক্রভাঙ্গায় মাসুমা বেগমের বাসায় গিয়ে পরিবারের খোঁজ খবর নেন সংগঠনটির নেতৃবৃন্দ। মাসুমা বেগম উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মাসুমার স্বামী মোহাম্মদ সেলিমের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাসুমার একমাত্র ছেলে মোহাম্মদ আবদুল্লাহর পড়ালেখার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ বর্তমানে দিয়াবাড়ি স্কুলে পড়াশোনা করে।

সংগঠনটির মানবিক এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবারের’ উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব।

এছাড়া উপস্থিত ছিলেন— বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদল নেতা কৃষিবিদ মিসবাউল আলম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রুবেল হোসেন এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.