The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

শনিবার, ০৯ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ০৯ আগস্ট ২০২৫

তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে স্পষ্ট করে বলেছেন, তারেক রহমানই আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী।

শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে বক্তব্য দেওয়ার সময় এই প্রতিশ্রুতিমূলক মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে পারস্পরিক হিংসার একটি কালচার তৈরি হয়েছে, যা আমাদের সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ধ্বংসাত্মক সংস্কৃতি থেকে মুক্ত হয়ে নতুন দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যেতে হবে।

তিনি সরকারের বিভিন্ন নীতি, বিশেষ করে ওষুধশিল্প নীতিসহ অন্যান্য নীতিমালা নিয়ে সমালোচনা করে বলেন, শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না, মানুষের মৌলিক ও সব অধিকার সুরক্ষিত করতে হবে। জনগণ যেন রাষ্ট্রের সেবা পায় এবং তাদের জীবনমান উন্নত হয়, সেটিই প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত।

এ ছাড়া, জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহতদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বিএনপি মহাসচিব আহ্বান জানান। তিনি বলেন, আহত নেতাকর্মীরা দেশের জন্য প্রাণ দিয়ে লড়াই করেছেন, তাদের চিকিৎসা নিশ্চিতে রাষ্ট্রের দায়িত্ব আছে।

বিএনপির এই শীর্ষ নেতার বক্তব্য রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তারেক রহমানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তার দৃঢ় আস্থা দলীয় সমর্থকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.