The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

আপডেট: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

আ.লীগ নিষিদ্ধ, কিন্তু মিত্র জাতীয় পার্টি এখনও রাজপথে: নুর

আ.লীগ নিষিদ্ধ, কিন্তু মিত্র জাতীয় পার্টি এখনও রাজপথে: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিবাদ পতনের পরও তার দোসরদের রাজপথে দেখা যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের অন্যতম মিত্র দল জাতীয় পার্টি এখনও সক্রিয়ভাবে রাজপথে রয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় শহরের পৌর মুক্তমঞ্চে জেলা গণঅধিকার পরিষদের আয়োজন করা গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নুর বলেন, ‘১৪ দলের সৈনিকরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ১৬ বছর ধরে টিকিয়ে রেখেছিল, যার মধ্যে জাতীয় পার্টিরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে বলা হচ্ছে, আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টিসহ সংশ্লিষ্ট দলের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে হবে। না হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে।’

নুর আরও বলেন, ‘জুলাই আন্দোলনের পরও অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ বিচারের কোনো অগ্রগতি দেখাতে পারেনি। রাষ্ট্র সংস্কার নির্বাচনের আগে করতে হবে। জুলাই সনদের ভিত্তিতে রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের মাধ্যমে নির্বাচন হতে হবে।’

তিনি সতর্ক করে বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে আবার দলবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি মাথা তুলছে। এই অবস্থা চলতে থাকলে ফ্যাসিবাদ সুযোগ নেবে, আমাদের সর্বনাশ হবে এবং নির্বাচনও যথাসময়ে হবে না।’

সমাবেশে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান প্রধান বক্তা এবং উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.