The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

বুধবার, ২০ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ২০ আগস্ট ২০২৫

ভিডিও কলে স্ত্রীর সহযোগিতায় রান্না করছেন ভারতে থাকা আ.লীগ নেতারা

ভিডিও কলে স্ত্রীর সহযোগিতায় রান্না করছেন ভারতে থাকা আ.লীগ নেতারা

গত বছরের গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি।

পরিবার-পরিজন ছাড়া একাই পালিয়ে আসা এই নেতাদের জীবনযাপন ও দৈনন্দিন কার্যক্রম নিয়ে গতকাল বুধবার (১৯ আগস্ট) প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

প্রতিবেদনে বলা হয়, কক্সবাজারের এক সাবেক এমপি বর্তমানে কলকাতার একটি ফ্ল্যাটে আরেক আওয়ামী লীগের এমপির সঙ্গে থাকছেন।

ফ্ল্যাটে রান্না ও পরিচ্ছন্নতার জন্য সাহায্য থাকলেও প্রায়ই কাজের লোকেরা ফাঁকি দেয়, ফলে নিজে রান্না করতে হয়। এমন সময় তিনি ভিডিও কলে ঢাকায় থাকা স্ত্রীর কাছ থেকে রান্নার বিস্তারিত দিকনির্দেশনা নেন।

সাবেক এমপি বলেন, ‘ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বিএইচকে অ্যাপার্টমেন্টে উঠে ফজর নামাজ পড়ি। এরপর আমরা দুজনই পাড়ার জিমে যাই। আমি ওজন কমানোর ব্যায়াম করি, আর তিনি পেলেট ক্লাস করেন।’ রান্না নিয়ে মজা করে তিনি বলেন, ‘যখন আমি বাংলাদেশে যাব, কে জানে, আমি রান্নাকে ক্যারিয়ার হিসেবে নেব।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে থাকা এই নেতারা দৈনন্দিন জীবন ও শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত ব্যায়াম ও অন্যান্য কাজকর্ম করছেন। ভিডিও কলে স্ত্রীর সহযোগিতায় রান্না করা এখন তাদের দৈনন্দিন রুটিনের অংশ হয়ে উঠেছে।

এই প্রতিবেদনের মাধ্যমে দেখা যাচ্ছে, গণঅভ্যুত্থানের পর দেশের বাইরে আশ্রয় নেওয়া রাজনৈতিক নেতাদের জীবনধারা এবং স্বাভাবিক দৈনন্দিন কাজের সঙ্গে তাদের মানিয়ে নেওয়ার চিত্র।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.