The Daily Adin Logo
রাজনীতি
রূপালী প্রতিবেদক

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

আপডেট: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

নির্বাচনী ফলাফল সুরক্ষার দায়িত্ব পোলিং এজেন্টদের: আব্দুর রব

নির্বাচনী ফলাফল সুরক্ষার দায়িত্ব পোলিং এজেন্টদের: আব্দুর রব

আগামী নির্বাচন দেশ ও জাতির ভাগ্যনির্ধারণী নির্বাচন; তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষায় আসন্ন সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব।

শুক্রবার (২২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরের একটি মিলনায়তনে জাতীয় সংসদের ঢাকা-১৩ আসনের নির্বাচনী দায়িত্বশীলদের ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন পরিচালক ডা. শফিউর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল আওয়াল আজমের সঞ্চালনায় ওয়ার্কশপে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোবারক হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও মোহাম্মদপুর অঞ্চল পরিচালক ড. মুহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন থানা আমীরসহ জোনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অধ্যক্ষ আব্দুর রব বলেন, জনগণ ভোট দিলেই প্রার্থী বিজয়ী হয় না; বরং গণরায়কে ধরে রাখার জন্য প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের সততা, দক্ষতা, যোগ্যতা ও প্রজ্ঞার সাথে দায়িত্ব পালন করতে হয়। যাতে জনগণের দেওয়া রায়কে কেউ বিপথগামী করতে না পারে। মূলত নির্বাচনী ফলাফল রক্ষার দায়িত্ব পোলিং এজেন্টদের উপর। তাই প্রতিটি এজেন্টকে আইন-কানুন সম্পর্কে সচেতন, সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। বুথে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলেই কাঙ্ক্ষিত বিজয় অর্জন করা সম্ভব। তিনি নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সচেতনভাবে দায়িত্ব পালন করে গণরায়ের সুরক্ষা দিতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। অন্যথায় প্রকৃত ফলাফল ধরে রাখা সম্ভব হবে না।

প্রধান বক্তার বক্তব্যে মোবারক হোসাইন বলেন, এ নির্বাচনে আমাদের জন্য প্রতিটি ভোট খুবই গুরুত্বপূর্ণ। পোলিং এজেন্টরা যদি আন্তরিকতা, দক্ষতা ও সতর্কতার সাথে দায়িত্ব পালন করেন, তবে বিজয় আমাদের নাগালে আসবে। তিনি দ্বীন বিজয়ের লক্ষ্যে ময়দানে সকলকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, দেশ ও জাতি এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। আগামী নির্বাচন দেশ ও জাতির ভাগ্যনির্ধারণী নির্বাচন। তাই আসন্ন নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ময়দানে সকলকে সর্বশক্তি নিয়োগের আহ্বান জানান।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.