The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

শেখ মুজিব এ দেশে প্রথম ভোট কারচুপি করেন: শামসুজ্জামান দুদু

শেখ মুজিব এ দেশে প্রথম ভোট কারচুপি করেন: শামসুজ্জামান দুদু

শেখ মুজিব এ দেশে প্রথম ভোট কারচুপি করেন। দেশের গণতন্ত্রকে ধ্বংস করার ধারাবাহিকতায় তার উত্তরসূরিরা আরও ভয়াবহ কারচুপি করেছেন। জনগণ আজ পরিবর্তন চায় বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকারপ্রধান ক্ষমতায় আসার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন পাচার হওয়া অর্থ ফেরত আনার। কিন্তু আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। নির্বাচিত সরকারই জনগণের আরাধ্য কাজের অন্যতম হিসেবে পাচার হওয়া অর্থ ফেরত আনতে পারে। সেই কাজটি তারেক রহমান নেতৃত্বাধীন সরকারই করতে পারবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাত ধ্বংসের পাশাপাশি সীমাহীন লুটপাট হয়েছে। নির্বাচন নিয়ে শেখ হাসিনা যা দেখিয়েছেন, তার বিচার হওয়া উচিত। গণহত্যা ও ব্যাংক লুটের একই শাস্তি হওয়া প্রয়োজন। এ জন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গণতান্ত্রিক সরকার গঠন ছাড়া দেশের অর্থনীতি, ব্যাংক খাত ও রাষ্ট্রকে রক্ষা করার কোনো বিকল্প নেই।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.