The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

সালিশ-বৈঠকে অংশ নিলে নেতাকর্মীদের বহিষ্কারের ঘোষণা বিএনপি নেতার

সালিশ-বৈঠকে অংশ নিলে নেতাকর্মীদের বহিষ্কারের ঘোষণা বিএনপি নেতার

চাঁদপুরের বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক জানিয়েছেন, জেলার কোনো বিএনপি নেতাকর্মী যদি সালিস বা বৈঠকে অংশ নেন, তা হলে তাকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কার করা হবে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) হাইমচরে জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক সভায় তিনি এই ঘোষণা দেন।

সভায় মানিক বলেন, ‘চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিংয়ের সঙ্গে কোনো আপস নেই। যারা এসব অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। তারেক রহমানের আদর্শে বিশ্বাসী হিসেবে আমি কোনো অন্যায়ের সঙ্গে আপস করতে রাজি নই।’

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবেন। বিএনপি গত ১৭ বছর ধরে এই অধিকার নিশ্চিতের জন্য আন্দোলন করে আসছে।

হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী এবং আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনুর বেগম।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা সভায় অংশগ্রহণ করেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.