The Daily Adin Logo
প্রবাস
রূপালী ডেস্ক

সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

লন্ডনে প্রথমবারের মতো মাতাবেন ভজন সম্রাট অনুপ জালোটা

লন্ডনে প্রথমবারের মতো মাতাবেন ভজন সম্রাট অনুপ জালোটা

ভারতীয় ভজন ও গজলের কিংবদন্তি শিল্পী অনুপ জালোটা প্রথমবারের মতো লন্ডনে সংগীত আসর মাতাতে যাচ্ছেন আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠান ‘লন্ডন গজল নাইট উইথ অনুপ জালোটা’।

নন্দন আর্টস আয়োজিত এ অনুষ্ঠানে লন্ডনের বাঙালি কমিউনিটির জন্য সুরের মূর্ছনা ছড়াবেন তিনি। ইতোমধ্যেই এক ভিডিও বার্তায় লন্ডন সফর নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুপ জালোটা।

শৈশব থেকেই সংগীতের প্রতি বিশেষ আকর্ষণ ছিল তার। ভক্তিমূলক গানে অসাধারণ দক্ষতা দেখিয়ে পেয়েছেন ‘ভজন সম্রাট’ উপাধি। পাশাপাশি গজল গেয়েও বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। কেবল সংগীতে নয়, অভিনয় জগতেও তার উপস্থিতি রয়েছে।

বিশ্বব্যাপী সংগীতপ্রেমীদের কাছে অনুপ জালোটা এক অনন্য নাম। তার সংগীত ভক্তদের কাছে ভক্তিমূলক আবেগ, আধ্যাত্মিক ছোঁয়া এবং সুরের মাধুর্যের সমন্বয় হিসেবে বিবেচিত হয়। লন্ডনে তার প্রথম সশরীরে অনুষ্ঠানকে ঘিরে প্রবাসী বাঙালিদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.