The Daily Adin Logo
ধর্ম
ধর্ম ডেস্ক

রবিবার, ০৯ মার্চ ২০২৫

আপডেট: রবিবার, ০৯ মার্চ ২০২৫

রোজা না রেখে মসজিদের ইফতার খাওয়া যাবে?

রোজা না রেখে মসজিদের ইফতার খাওয়া যাবে?

রমজান মাসে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের জন্য রোজা রাখা ফরজ। তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তায়ালা রোজা বিধান দিয়েছেন। রোজা রাখার জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হয়। রমজান মাসকে আনন্দদায়ক করতে দেশের বিভিন্ন মসজিদে ইফতারের আয়োজন করা হয়। এতে এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

রমজানে সাধারণ প্রত্যেক মুসলমানই রোজা রাখেন। বিভিন্ন কারণে অথবা অভ্যাস না থাকায় অনেকে রোজা থেকে বিরত থাকেন। এটি উচিত নয়, কারণ, শরীয়ত সম্মত কারণ ছাড়া কেউ রোজা থেকে বিরত থাকলে তাকে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।

তবে যে ব্যক্তি কোনো কারণে রোজা রাখা থেকে বিরত থাকবেন তিনি মসজিদের ইফতার আয়োজনে অংশ নিতে পারবেন কিনা— এমন প্রশ্ন জেগে থাকে অনেকের মনে।

এমন প্রেক্ষিতে প্রাজ্ঞ আলেমরা বলেন, কোনো কারণে রোজা রাখেননি এমন ব্যক্তি মসজিদের ইফতার আয়োজনের ইফতার খেতে পারবেন। সাধারণ যারা ইফতারের আয়োজন করেন, তারা কাউকে বাধা দেন না এবং তারা শুধু রোজাদার খেতে পারবে এমন শর্তও আরোপ করে না। আয়োজকরা জানেন, উপস্থিত অনেকেই রোজাদার নয়। জেনেও বাধা না দেওয়া এক প্রকার অনুমতি।

কেননা রাসুলুল্লাহ (সা.) বলেন, তোমাদের কাউকে যখন খাবারের আমন্ত্রণ জানানো হয় এবং আমন্ত্রণকারীর প্রতিনিধির সঙ্গে আসে, তবে সেটাই অনুমতি। (সুনানে আবি দাউদ, হাদিস : ৫১৯০)

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, তোমাকে আমন্ত্রণ জানানোর অর্থই হলো তোমাকে খাবার গ্রহণের অনুমতি দেওয়া হলো। (ইরওয়াউল গলিল, হাদিস : ১৯৫৬)

সাধারণ অনুমতি থাকার পরও যদি খাবার পর্যাপ্ত না থাকে এবং রোজাদার নয়—এমন ব্যক্তি খাবার খেলে রোজাদার ব্যক্তি বঞ্চিত হওয়ার ভয় থাকে, এমন পরিস্থিতিতে ইফতার খাওয়া অনুচিত হবে।

আর যখন আয়োজকরা শুধু রোজাদার আমন্ত্রণ জানাবে বা রোজাদার নয়—এমন ব্যক্তিকে দস্তরখানে না বসার অনুরোধ করে, তখন রোজা না রেখে ইফতার খাওয়া জায়েজ হবে না।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.