The Daily Adin Logo
সোশ্যাল মিডিয়া
রূপালী ডেস্ক

শনিবার, ২৬ জুলাই ২০২৫

আপডেট: শনিবার, ২৬ জুলাই ২০২৫

ফেল করা শিক্ষার্থীদের নিয়ে নতুন ভাবনা শিবির নেতার 

ফেল করা শিক্ষার্থীদের নিয়ে নতুন ভাবনা শিবির নেতার 

এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ দিতে নতুন শিক্ষানীতির দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। 

শুক্রবার (২৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

সিবগাতুল্লাহ বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এ দেশের মানুষ আরও নির্দিষ্ট করে বললে আমাদের তরুণ ও যুবসমাজ। পূর্বের বিভিন্ন অনিয়ম যেমন প্রশ্নফাঁস এবং অস্বাভাবিক নম্বর দেওয়ার সংস্কৃতি না থাকায় এবার ফলে ভিন্নতা এসেছে। তবে এর কারণে প্রায় ৬ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকিতে পড়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও লেখেন, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ব্রুনেই কিংবা মালদ্বীপের মতো দেশের মোট জনসংখ্যাও ৬ লাখ নয়। কেউ হয়তো পারিবারিক দুর্ঘটনা বা অসুস্থতার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি, কেউ আবার অল্পের জন্য ফেল করেছে তাদের জন্য কলেজে ভর্তির সুযোগ থাকা উচিত।

শিবিরের এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী ভর্তি নীতিমালা চালু করা সময়ের দাবি। নচেত এই বিপুল সংখ্যক তরুণ শিক্ষাজীবন থেকে ছিটকে পড়বে, যা ভবিষ্যতে সামাজিক সংকট ডেকে আনবে।

তিনি সরকারের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, ছয় লাখ শিক্ষার্থীর ছয় লাখ বছর নষ্ট করবেন না। বরং তাদের জন্য মানবিক, বাস্তবমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষানীতি গড়ে তুলুন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.