The Daily Adin Logo
খেলা
স্পোর্টস ডেস্ক

রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

টানা দ্বিতীয়বার ইউএস ওপেন জিতলেন সাবালেঙ্কা

টানা দ্বিতীয়বার ইউএস ওপেন জিতলেন সাবালেঙ্কা

আধুনিক হার্ডকোর্টের রানি আরিনা সাবালেঙ্কা টানা দ্বিতীয়বার জিতলেন ইউএস ওপেন। শনিবার ইউএস ওপেনের নারী এককে ফাইনালে তিনি ৬-৩, ৭-৬ (৩) গেমে হারালেন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে। এর মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন জিতলেন এই বেলারুশিয়ান তারকা।

২৭ বছর বয়সি সাবালেঙ্কার এটি ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। তিনি ২০২২ সালের পর থেকে কোনো হার্ডকোর্ট গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল মিস করেননি।

এর মাধ্যমে সেরেনা উইলিয়ামসের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা দুটি ইউএস ওপেন জয়ের গৌরব অর্জন করলেন তিনি। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত সেরেনা টানা তিনবার শিরোপা জিতেছিলেন।

ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা এসেছেন, যারা উড়ে এসে আমার বক্সে বসেছেন। আমি আরও অনেক ফাইনালে খেলব, আর পৃথিবীর যেখানেই থাকেন না কেন, আমি চাই আপনাদের আমার বক্সে দেখতে।

অন্যদিকে ২৪ বছর বয়সি আনিসিমোভার জন্য দিনটি ছিল হতাশার। দর্শকরা তার পক্ষেই ছিলেন, কিন্তু তিনি ম্যাচে নিজের ছন্দ ধরে রাখতে পারেননি।

আনিসিমোভা বলেন, ‘এটা দারুণ একটা গ্রীষ্ম ছিল। টানা দুই ফাইনাল খেলা ভালো, কিন্তু এটা একইসঙ্গে খুব কঠিনও। আমি আজ আমার স্বপ্নের জন্য যথেষ্ট লড়াই করতে পারিনি।’

ফাইনালে সাবালেঙ্কা ছিলেন প্রায় নিখুঁত, মাত্র ১৫টি আনফোর্সড এরর ছিল তার। অন্যদিকে আনিসিমোভার ভুলের সংখ্যা ছিল ২৯।

এই জায়গাতেই সাবালেঙ্কা দারুণভাবে এগিয়ে যান এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে দাপট দেখিয়ে শিরোপা ধরে রাখেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.