The Daily Adin Logo
খেলা
স্পোর্টস ডেস্ক

রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

বার্সেলোনায় শেষ হচ্ছে লেভানদোভস্কির অধ্যায়!

বার্সেলোনায় শেষ হচ্ছে লেভানদোভস্কির অধ্যায়!

তারকা ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কির সঙ্গে চুক্তি নবায়ন করছে না বার্সেলোনা। এর ফলে আগামী মৌসুম শেষেই কাতালান ক্লাবটির সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে বলে নিশ্চিত করছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। 

লেভানদোভস্কির উচ্চ বেতন এবং ক্লাবের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে।

বার্সেলোনার বর্তমান বেতন কাঠামোতে লেভানদোভস্কি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। বার্ষিক ২৬ মিলিয়ন ইউরো বেতন ক্লাবের আর্থিক স্থিতিশীলতার ওপর বড় চাপ সৃষ্টি করছে। 

বয়স ৩৭ হলেও লেভানদোভস্কি এখনো গোলের পর গোল করে চলেছেন। ২০২৪/২৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৫২ ম্যাচ খেলে ৪২ গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি, যা তার অসাধারণ পারফরম্যান্সের প্রমাণ। 

ইউরোপের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন এই পারফরম্যান্স দিয়ে। এরপরও বার্সেলোনা মনে করছে, এখনই সময় নতুন প্রজন্মের খেলোয়াড়দের ওপর বিনিয়োগ করার।

বার্সেলোনা এখন তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে একটি শক্তিশালী দল গড়তে চায়, যারা আগামী দিনের ক্লাবটিকে নেতৃত্ব দেবে। লেভানদোভস্কির মতো একজন অভিজ্ঞ এবং তারকা খেলোয়াড়কে বিদায় জানানো একটি কঠিন সিদ্ধান্ত হলেও, ক্লাব কর্তৃপক্ষ মনে করছে, এটি ভবিষ্যতের জন্য অপরিহার্য।

লেভানদোভস্কির বিদায় বার্সেলোনার জন্য একটি যুগের সমাপ্তি। তিনি তার গোল, নেতৃত্ব এবং মাঠে অসাধারণ পারফরম্যান্স দিয়ে সমর্থকদের মনে অনেক স্মৃতি রেখে যাবেন। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.