The Daily Adin Logo
খেলা
স্পোর্টস ডেস্ক

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

ইউএস ওপেনের ফাইনালে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভক্তদের ক্ষোভ

ইউএস ওপেনের ফাইনালে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভক্তদের ক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে গত রাতে ২০২৫ সালের ইউএস ওপেন পুরুষ এককের ফাইনাল ৩০ মিনিট দেরিতে শুরু হওয়ায় ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ফ্ল্যাশিং মিডোর আর্থার অ্যাশ স্টেডিয়ামে কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনারের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচটি দেখতে বিপুল সংখ্যক দর্শক ভিড় করেন।

তবে ট্রাম্পের আগমন ও তার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে গিয়ে পুরো স্টেডিয়াম এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তার ভাষণ স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হলে দর্শকরা দুয়োধ্বনি দিতে শুরু করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ট্রাম্পের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে স্টেডিয়ামের চারপাশে কড়া ব্যবস্থা নেওয়া হয়, যার কারণে অনেক দর্শক ও সেলিব্রিটিকেও দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়।

ব্রুকলিনের বাসিন্দা কেভিন অভিযোগ করেন, ট্রাম্পের এই কাণ্ডজ্ঞানহীন আচরণের কারণে তিনি প্রায় দেড় ঘণ্টা দেরিতে খেলা দেখতে স্টেডিয়ামে প্রবেশ করতে পেরেছেন।

তিনি ট্রাম্পকে ‘স্বার্থপর’ আখ্যা দিয়ে বলেন, তিনি ভালো করেই জানেন যে এমন একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট তার জন্য থেমে থাকবে। শহরের মানুষেরা তাকে ঘৃণা করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, স্টেডিয়ামের প্রবেশপথে গাড়িগুলোর জট লেগে গিয়েছিল এবং অনেককেই মাইলের পর মাইল হেঁটে আসতে হয়েছে।

এদিকে ফাইনাল ম্যাচটি ছিল টান টান উত্তেজনার। শেষ পর্যন্ত স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ তার ইতালিয়ান প্রতিদ্বন্দ্বী ইয়ানিক সিনারকে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে ২০২৫ সালের ইউএস ওপেনের শিরোপা জিতে নেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.