The Daily Adin Logo
খেলা
স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

নেপালের সহিংসতায় রাস্তায় নামতে চেয়েছিলেন জামাল ভূঁইয়া

নেপালের সহিংসতায় রাস্তায় নামতে চেয়েছিলেন জামাল ভূঁইয়া

নেপালের তীব্র সরকারবিরোধী আন্দোলনের মধ্যে আতঙ্কের রাত কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাঠমান্ডুর হোটেলবন্দি অবস্থায় খেলোয়াড়দের দিন কেটেছে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং গুলির শব্দের মধ্যে। 

তবে এমন বৈরি পরিবেশেও মনোবল হারাননি অধিনায়ক জামাল ভুঁইয়া। বরং হোটেলে না থেকে রাস্তায় নামতে চেয়েছিলেন তিনি। 

নেপাল থেকে দেশে ফেরার পর গণমাধ্যমকে সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন জামাল। তিনি বলেন, আসলে যারা আন্দোলন করছিল, আমি তাদের সঙ্গে যেতে চেয়েছিলাম। 

কারণ আমার মনে হয়েছিল, হোটেলে থাকাটা ততটা নিরাপদ নয়। বরং রাস্তায় গেলে সেখানে এক ধরনের নিরাপত্তা পাওয়া যেতে পারে।

নেপালে আটকে থাকার সময় জামাল তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে হোটেলের বাইরে বিশাল ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এখানে আমরা নিরাপদ নই।’

ভয়াবহ সেই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে জামাল বলেন, ওই সময় একটু ভয় পেয়েছিলাম। আমি আমার হোটেলের চার তলায় ছিলাম। হঠাৎ দেখি ধোঁয়া আসছে। 

বাইরে তাকিয়ে দেখি দুটো বাসায় আগুন লাগাচ্ছে। ওখানে একজন এমপি ছিলেন। উনার গাড়ি পুরো ভেঙে ফেলছে আর আগুন লাগিয়েছে। ওই সময় আমি একটু ভয় পেয়েছি। 

তারপর আমি লবিতে ছিলাম দুই ঘণ্টা। সবাই আমাকে দুই তলায় যেতে বলছিল। কিন্তু আমি বলছিলাম যে লবিতেই আমি নিরাপদ।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.