The Daily Adin Logo
খেলা
স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

২০২৬ বিশ্বকাপ টিকিটের জন্য সবচেয়ে বেশি আবেদন আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপ টিকিটের জন্য সবচেয়ে বেশি আবেদন আর্জেন্টিনার

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সময় ধীরে ধীরে শেষের দিকে পৌঁছাচ্ছে। এবারের টুর্নামেন্ট যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

ফিফা সম্প্রতি টুর্নামেন্টের প্রথম ড্রয়ের জন্য টিকিট বিক্রির কাজ শুরু করেছে। জানা গেছে, আর্জেন্টিনার ভক্তরা (হোস্ট দেশগুলো বাদে) সবচেয়ে বেশি টিকিটের জন্য আবেদন করেছেন।

মোট ২১০টি দেশ থেকে ১৫ লাখের বেশি আবেদন এসেছে। আবেদন তালিকায় শীর্ষে রয়েছে উত্তর আমেরিকার দেশগুলো ও টুর্নামেন্টের হোস্টদের নাগরিকরা।

এরপরই অবস্থান করছে আর্জেন্টিনার ভক্তরা, যারা কাতারে অর্জিত সাফল্য পুনরাবৃত্তি করার আশা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আর্জেন্টিনার ক্লাব ফুটবল ভক্তদের উদ্দীপনা বোকার ও রিভারের মাধ্যমে বিশ্বমঞ্চেও দেখা গেছে। 

আর্জেন্টিনার পর সর্বাধিক আবেদন এসেছে কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল এবং জার্মানি থেকে।

এদিকে প্রথম ধাপে যারা নির্বাচিত হবেন, তাদেরকে ২৯ সেপ্টেম্বর থেকে ইমেইলের মাধ্যমে জানানো হবে এবং তারা নির্ধারিত সময়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। 

গ্রুপ স্টেজের টিকিটের দাম শুরু হবে ৬০ ডলার থেকে এবং সব ম্যাচের জন্য টিকিট উপলব্ধ থাকবে।

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে ১১ জুন বৃহস্পতিবার মেক্সিকোর আজ্টেকা স্টেডিয়ামে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। যার আসন ধারণ ক্ষমতা ৮২,৫০০ জন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.