The Daily Adin Logo
খেলা
স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আর্সেনালের নতুন গোল মেশিন ‘জুবিমেন্ডি’

আর্সেনালের নতুন গোল মেশিন ‘জুবিমেন্ডি’

গ্রীষ্মে প্রায় ৫০ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দেওয়ার পর থেকেই স্প্যানিশ মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডিকে দলের ‘মেট্রোনোম’ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। মাঠের মাঝখানে খেলার গতি নিয়ন্ত্রণ করাই ছিল তার প্রধান কাজ।

কিন্তু শনিবার নটিংহাম ফরেস্টের বিপক্ষে ২-০ গোলে জয়ী ম্যাচে তিনি শুধু খেলা নিয়ন্ত্রণই করেননি, বরং দলের হয়ে দুটি অসাধারণ গোল করে নিজের সক্ষমতা নতুন করে প্রমাণ করেছেন।

ম্যাচের ৩০ মিনিটের মাথায় জুবিমেন্ডি তার অসাধারণ ভলিতে আর্সেনালের জার্সি গায়ে প্রথম গোলটি করেন। এটি ছিল নিখুঁত ফিনিশিংয়ের এক দারুণ উদাহরণ, যা ফরেস্টের গোলরক্ষককে হতবাক করে দেয়।

এরপর ম্যাচের শেষ দিকে, তার দ্বিতীয় গোলটি আসে হেডের মাধ্যমে। এটি তার দারুণ দক্ষতা এবং গোলের জন্য ভিন্ন ধরনের প্রচেষ্টা দেখা মিলে। দুটি গোল, দুটি ভিন্ন ধরণ—একই ম্যাচে তার দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ।

শুধু গোল নয়, জুবিমেন্ডি তার স্বাভাবিক দায়িত্বেও ছিলেন অসাধারণ। তার পাস কমপ্লিশন রেট ছিল ৮৫%-এর বেশি, যা দিয়ে তিনি ফরেস্টের মিডফিল্ডকে পুরোপুরি অকেজো করে দেন।

ডিফেন্সেও তার অবদান ছিল চোখে পড়ার মতো। তার সঠিক পজিশনিং এবং শৃঙ্খলা ফরেস্টের আক্রমণকে বারবার আটকে দিয়েছে।

গত মৌসুমে আর্সেনালের মিডফিল্ডের চাপ বেশিরভাগ সময় সামলেছেন ডেক্লান রাইস। কিন্তু এই মৌসুমে জুবিমেন্ডি শুধু রাইসকে সাহায্যই করছেন না, তিনি নিজেই দলের আক্রমণ ও প্রতিরক্ষায় নেতৃত্ব দিচ্ছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.