The Daily Adin Logo
খেলা
স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

চ্যাম্পিয়নস লিগে আজ রাতে মাঠে নামছে রিয়াল

চ্যাম্পিয়নস লিগে আজ রাতে মাঠে নামছে রিয়াল

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগ আবারও ফিরে এসেছে। আর নিজেদের প্রিয় মঞ্চে ফিরেছে ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ।

১৬তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের মিশন শুরু করতে আজ রাতে তারা মুখোমুখি হচ্ছে ফরাসি ক্লাব অলিম্পিক দে মার্সেইলের।

এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। মৌসুমের প্রথম চারটি অফিসিয়াল ম্যাচে চারটি গোল করে তিনি ইতোমধ্যেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন।

এই ম্যাচে আক্রমণভাগে এমবাপ্পের সাথে জুটি বাঁধতে পারেন তরুণ প্রতিভাবান ফ্রাঙ্কো মাস্তান্তুওনো। এ ছাড়াও মাঠে দেখা যেতে পারে ভিনিসিয়াস জুনিয়রকে, যদিও ইনজুরির কারণে তিনি সম্প্রতি কিছুটা দূরে ছিলেন।

তবে রিয়াল কোচ শেষ মুহূর্তে চমক হিসেবে রদ্রিগো গোয়েসকেও খেলাতে পারেন।

এদিকে চোট থেকে সুস্থ হয়ে ফিরেছেন দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় এডুয়ার্ডো কামাবিঙ্গা ও জুড বেলিংহাম। যদিও এই ম্যাচে তারা বেঞ্চ থেকে শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে।

রিয়াল মাদ্রিদ এবার গ্রুপে আধিপত্য স্থাপন করতে বদ্ধপরিকর। গত বছরের মতো প্লে-অফ রাউন্ডে কোনো ঝামেলা এড়াতে তারা শুরু থেকেই সর্বোচ্চ পয়েন্ট অর্জনের দিকে নজর দিচ্ছে।

দলের সাম্প্রতিক ইউরোপীয় রেকর্ডও তাদের পক্ষে কথা বলছে—শেষ ১৮টি চ্যাম্পিয়ন্স লিগ ওপেনিং ম্যাচের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছে তারা।

মার্সেইলের বিপক্ষে এই ম্যাচটি রিয়ালের জন্য কেবল একটি শুরু নয়, বরং নিজেদের ১৬তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার লক্ষ্যে একটি শক্তিশালী বার্তা দেওয়ার সুযোগ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.