The Daily Adin Logo
খেলা
স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন থমাস পার্টি

আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন থমাস পার্টি

লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে দুই নারীকে ধর্ষণের পাঁচটি এবং একজনের উপর যৌন নির্যাতনের একটি অভিযোগে অভিযুক্ত হয়েছেন ঘানার ফুটবলার ও সাবেক আর্সেনাল মিডফিল্ডার থমাস পার্টি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) আদালতে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। ৩২ বছর বয়সী এই ফুটবলারের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে যখন তিনি আর্সেনালের হয়ে খেলতেন, সেই সময়ের।

বুধবারের সংক্ষিপ্ত শুনানিতে পার্টি শুধু নিজের নাম, জন্মতারিখ এবং অভিযোগ অস্বীকারের কথা বলেন। বিচারক ক্রিস্টোফার হেহির জানান, আগামী বছরের ২ নভেম্বর (২০২৬) হাইকোর্টের একজন বিচারকের অধীনে তার বিচার শুরু হবে।

বিচারক বলেন, আপনার বিচার কার্যক্রম আগামী বছর এই আদালতেই শুরু হবে। আমরা বুঝতে পারছি সময়টা অনেক দূরের, কিন্তু ক্রাউন কোর্টের বিশাল মামলার জটের কারণে শুনানি বিলম্বিত হচ্ছে।

যেহেতু আপনি জামিনে আছেন, তাই জেলখানায় থাকা অভিযুক্তদের মামলাই আগে শুনানি হচ্ছে।

পার্টির জামিনের শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে। তাকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন তিনি কোনোভাবেই তিন নারী ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ না করেন এবং নিজের ঠিকানা বা আন্তর্জাতিক ভ্রমণ পরিকল্পনায় কোনো স্থায়ী পরিবর্তন হলে তা পুলিশকে জানান।

২০২০ সালে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে প্রায় ৪৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দেন থমাস পার্টি। গত মৌসুমে আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচ খেলেছেন এবং চারটি গোল করেছেন।

ঘানার জাতীয় দলের হয়ে তিনি ৫০টিরও বেশি ম্যাচে অংশ নিয়েছেন এবং বিশ্বকাপ ও আফ্রিকা কাপ অব নেশনসেও খেলেছেন।

বর্তমানে তিনি স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের হয়ে খেলছেন। মঙ্গলবার টটেনহ্যামের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তিনি বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।

আর্সেনাল ক্লাব এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। তারা জানায়, খেলোয়াড়ের চুক্তি ৩০ জুন শেষ হয়েছে। চলমান আইনি প্রক্রিয়ার কারণে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না।

এই মামলাটির বিচার কার্যক্রম শুরু হতে দীর্ঘ সময় লাগার কারণ হিসেবে আদালতের মামলার জটকে উল্লেখ করা হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.