The Daily Adin Logo
খেলা
স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আজ যেভাবে টিভি ও অনলাইনে দেখবেন বাংলাদেশের খেলা

আজ যেভাবে টিভি ও অনলাইনে দেখবেন বাংলাদেশের খেলা

আজ শুর হচ্ছে সুফার ফোরের খেলা। সুপার ফোরের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। গুরুপপর্বের প্রথম দেখায় শ্রীলঙ্কার বিপেক্ষ পরাজয়ের শিকার হয় বাংলাদেশ।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে খেলা।

ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন থাককে পারে, সুপার ফোরের টি-টোয়েন্টি ফরম্যাটের এই হাই-ভোল্টেজ ম্যাচটি কোথায় দেখা যাবে। তাদের জন্য সুখবর হলো, এবারের এশিয়া কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে একাধিক প্ল্যাটফর্মে। 

টেলিভিশনে যারা খেলা দেখতে চান, তারা টি স্পোর্টস, সনি টেন ১ এবং সনি টেন ৫ চ্যানেলগুলোতে চোখ রাখতে পারেন।

ডিজিটাল প্ল্যাটফর্মেও থাকছে খেলা দেখার দারুণ সুযোগ। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম টফি (Toffee) এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। 

এর মাধ্যমে যেকোনো জায়গা থেকে খুব সহজেই ম্যাচ উপভোগ করা যাবে। টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস), টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভিতে (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজেন ও এলজি ওয়েবওএস) দর্শকরা সরাসরি খেলা দেখতে পারবেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.