The Daily Adin Logo
খেলা
স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

সাকিবকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন লিটন

সাকিবকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন লিটন

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে নতুন ইতিহাস গড়লেন লিটন দাস। বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন জাতীয় দলের বর্তমান অধিনায়ক। যা এতদিন সাকিব আল হাসানের দখলে ছিল।

সাকিবের সংগ্রহ ছিল ২ হাজার ৫৫১ রান। এই ম্যাচে লিটনের দরকার ছিল মাত্র ১৯ রান। ইনিংসে ১৬ বলে ২৩ রানের ক্যামিও খেলে তিনি ছাড়িয়ে গেলেন সতীর্থ তথা পূর্বসূরিকে। ১১৪তম ম্যাচেই গড়লেন রেকর্ড, যেখানে সাকিবের লেগেছিল ১২৯ ম্যাচ।

লিটনের ঝুলিতে এর মধ্যে আছে ১৫টি অর্ধশতক ও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মারার কীর্তি। নিয়মিত ওপেনার হিসেবে শুরু করলেও এবার তিন নম্বরে নেমেও নিজের উপস্থিতি জানান দিলেন তিনি।

১৮ বছরের দীর্ঘ টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষে সাকিব রেখে গেছেন অবিস্মরণীয় অনেক রেকর্ড। তবে নেতৃত্বে থাকা লিটনের সামনে এখন সুযোগ বাংলাদেশের ইতিহাসে নতুন দিগন্ত রচনার।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.