The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ইউরেনিয়ামের মজুদ নিঃশেষ করবে না ইরান

ইউরেনিয়ামের মজুদ নিঃশেষ করবে না ইরান

মার্কিনীদের সঙ্গে চুক্তিতে নিজেদের ইউরেনিয়ামের মজুদ কখনো নিঃশেষ করবে না বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা।

শুক্রবার (১৮ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সকে তিনি এসব বলেছেন।

তিনি রয়টার্সকে বলেন, “ইরানের রেড লাইন ‘যেটি সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বাধ্যতামূলক করেছেন’ সেটি নিয়ে কখনো ছাড় দেওয়া হবে না। ইরানের রেডলাইন হলো— ইউরেনিয়াম সেন্ট্রিফিউজগুলো ভেঙে ফেলা, একসঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, অথবা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির আগে যতটুকু ইউরেনিয়াম ছিল সেখান থেকে পরিমাণ কমানো।”

যুক্তরাষ্ট্রে সঙ্গে মিসাইল প্রোগ্রাম নিয়েও কোনো আলোচনা করবেন না বলে জানিয়েছেন দেশটির এই কর্মকর্তা।

এই কর্মকর্তা বলেন, এর আগে গত সপ্তাহে ওমানে যখন বৈঠক হয় সে বৈঠকে ইরান বুঝতে পারে যুক্তরাষ্ট্র চায় না আমরা আমাদের সব পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দিই। আমি মনে করি এ বিষয়টি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার একটি ভিত্তি হতে পারে।

এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি চুক্তির ব্যাপারে সিরিয়াস হয় এবং অস্বাভাবিক কোনো দাবি-দাওয়া না করে তাহলে তাদের মধ্যে চুক্তি হতে পারে।

কিন্তু গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকোফ এক্সে দেওয়া এক পোস্টে জানান, ইরান যদি তাদের সঙ্গে চুক্তি করতে চায় তাহলে ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও নিঃশেষ করে দিতে হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.