The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

আপডেট: বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে ২ অস্ত্রধারী নিহত

কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে ২ অস্ত্রধারী নিহত

ভারতের কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা (লক) এলাকায় সেনাবাহিনীর গুলিতে দুইজন নিহত হয়েছে। সীমান্ত পার হয়ে কয়েকজন অস্ত্রধারী অনুপ্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনীর গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে 

বুধবার সকালে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস। 

চিনার কর্পসের পক্ষ থেকে এক্স (সাবেক টুইটার)-এ জানানো হয়, ২৩ এপ্রিল সকালে উরি নালার সর্ঝীভন এলাকায় ২-৩ জন অজ্ঞাত অস্ত্রধারী নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢোকার চেষ্টা করে। তবে সেনাবাহিনীর সতর্ক টহলদল তাদের চ্যালেঞ্জ করলে সংঘর্ষ বাধে।

এই গুলিবিনিময়ের মধ্যে সেনাবাহিনী দুই অস্ত্রধারীকে গুলি করে হত্যা করে। পরে ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

অভিযান এখনো চলমান বলে জানিয়েছে সেনাবাহিনী । পুরো এলাকায় তল্লাশি চলছে যাতে কোনো অনুপ্রবেশকারী পালিয়ে না যেতে পারে।

মঙ্গলবার (২২ এপ্রিল) পাহেলগাঁওয়ে পর্যটকদের ওপর  ভয়াবহ হামলার ঠিক পরদিন ভারতের সেনাবাহিনী অনুপ্রবেশের এই কাহিনি জানাল।

হামলার ওই ঘটনায় অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন এবং অনেকেই আহত হন। নিহতদের মধ্যে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে। 

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, এই অনুপ্রবেশের সঙ্গে পাহেলগাঁও হামলার কোনো যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গোটা সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.