The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

আপডেট: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানে ৬ সন্ত্রাসী নিহত

যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানে ৬ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় সেনা-পুলিশ যৌথ বাহিনীর বন্দুকযুদ্ধে ছয় সন্ত্রাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। 

শুক্রবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সেনা বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। খবর জিও নিউজের। 

বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ এপ্রিল রাত থেকে ২৪ এপ্রিল রাত পর্যন্ত খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সেনা-পুলিশ যৌথ বাহিনী অভিযান চালিয়েছে।

অভিযান চলাকালীন পুলিশের সঙ্গে ব্যাপক গোলাগুলিতে ছয়জন সন্ত্রাসী নিহত এবং চারজন আহত হয়েছেন। 

আইএসপিআর-এর বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান তার ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। যতদিন সন্ত্রাসবাদের শেকড় এদেশে থাকবে, ততদিন অভিযান চলবে। ‘

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে গত কয়েক বছরে সন্ত্রাসী তৎপরতা ও হামলা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের বছরজুড়ে পাকিস্তানে ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।

এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৬৮৫ জন সেনা এবং ৯২৭ জন বেসামরিক মানুষ। বিপরীতে গত বছর সেনা-পুলিশ যৌথ অভিযানে নিহত হয়েছে ৯৩৪ জন সন্ত্রাসী।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.