The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

আপডেট: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত বেড়ে ৫১৬

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত বেড়ে ৫১৬

ইরানে বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫১৬ জন আহত হয়েছেন। বন্দরের সিনা কন্টেইনার ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে।

শনিবার (২৬ এপ্রিল) দেশটির কাস্টমস কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

বন্দর আব্বাস রাজধানী তেহরান থেকে ৬২০ মাইল দক্ষিণে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের স্থান থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী ও আগুনের গোলা উঠতে দেখা গেছে।

ইরানের কর্মকর্তাদের মতে, ভয়াবহ এ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ইরানের কাস্টমস কর্তৃপক্ষ। তাতে জানানো হয়, শনিবারের বিস্ফোরণটি সিনা কন্টেইনার ইয়ার্ডে ঘটেছে। 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ও আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জরুরি পরিষেবার বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণে ৪০৬ জন আহত হয়েছেন। প্রাথমিক প্রতিবেদনে ঘটনাস্থলে দাহ্য পদার্থ সংরক্ষণে অবহেলার ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে, রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়েছে খালিজ টাইমস জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ এ বন্দরে ভয়াবহ বিস্ফোরণে আহতের সংখ্যা বেড়ে ৫১৬ জনেরও বেশি হয়েছে। শতাধিক মানুষকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

হরমোজগান প্রদেশের সংকট ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহরদাদ হাসানজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা পূর্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিরাপত্তা সতর্কতা জারি করেছেন।

এর আগে, হরমোজগান বন্দর ও সমুদ্র প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকিজাদেহ বলেছেন, শহীদ রাজাই বন্দর ডকের কাছে বিস্ফোরণ ঘটেছে।আমরা আগুন নেভাচ্ছি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.