The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

আপডেট: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

গণমাধ্যমের টুঁটি চেপে ধরল ভারত

গণমাধ্যমের টুঁটি চেপে ধরল ভারত

ভারত সরকার তার সব সংবাদমাধ্যমকে সামরিক অভিযান বা নিরাপত্তা বাহিনীর গতিবিধি সম্পর্কে সংবাদ প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে একটি পরামর্শ জারি করেছে।

এতে বলা হয়েছে, শুধু স্থানীয় সংবাদ সংস্থাগুলোই নয়, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষেত্রেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।

বিশেষত, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান থেকে ভিডিও বা দৃশ্যের লাইভ সম্প্রচার প্রচার না করতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আগের সংকটকালে যেমন- কার্গিল সংঘাত, মুম্বাই হামলা ও কান্দাহারের মতো ঘটনার সময় গণমাধ্যমগুলোর কিছু প্রশ্নবিদ্ধ সংবাদ প্রচারের উদাহরণ ছিল, যার কারণে বর্তমানে কাশ্মীর হামলার ঘটনা নিয়ে সরকার আরও সতর্ক রয়েছে।

এবারের কাশ্মীর হামলার পরিপ্রেক্ষিতে, ভারত সরকার সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সংবাদমাধ্যমের ভূমিকা আরও সংঘবদ্ধ এবং দায়িত্বশীল করার ওপর গুরুত্ব আরোপ করছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.