The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

আপডেট: সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

লাপু লাপু উৎসবে গাড়ির হামলা, নিহত ১১

লাপু লাপু উৎসবে গাড়ির হামলা, নিহত ১১

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভারে শনিবার (২৬ এপ্রিল) রাতে অনুষ্ঠিত লাপু-লাপু দিবসের ফিলিপিনো সম্প্রদায়ের উৎসবে একটি গাড়ি জনতার মধ্যে ঢুকে পড়লে অন্তত ১১ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছেন। 

নিহতদের বয়স ৫ থেকে ৬৫ বছরের মধ্যে। পুলিশ জানায়, ৩০ বছর বয়সি কাই-জি অ্যাডাম লো নামের এক ব্যক্তি গাড়ি চালিয়ে জনতার মধ্যে ঢুকে পড়েন। তাকে আটকের পর দ্বিতীয় শ্রেণির খুনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং আরও অভিযোগ আসতে পারে।

পুলিশ জানিয়েছে, লোর বিরুদ্ধে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত পূর্ববর্তী অভিযোগ রয়েছে, তবে এটি সন্ত্রাসী হামলা নয়। ভ্যাঙ্কুভার পুলিশের অন্তর্বর্তী প্রধান স্টিভ রাই একে শহরের ইতিহাসের সবচেয়ে অন্ধকার দিন হিসেবে বর্ণনা করেছেন।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ব্রিটিশ কলম্বিয়ার মুখ্যমন্ত্রী ডেভিড ইবি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ফিলিপিনো সম্প্রদায়ের প্রতি সমর্থন জানিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ও শোক প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছেন ফিলিপাইন প্রেসিডেন্ট বং-বং মার্কোস এবং রাজা তৃতীয় চার্লস।

এই হামলা কানাডার ইতিহাসে অন্যতম ভয়াবহ গাড়ি হামলা হিসেবে চিহ্নিত হয়েছে, যা ২০১৮ সালের টরন্টো ভ্যান হামলার পর দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। এটি আগামী সোমবারের ফেডারেল নির্বাচনের আগে ঘটে, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, লাপু-লাপু দিবস ফিলিপিনো জাতির এক জাতীয় বীর লাপু-লাপুর সম্মানে পালিত হয়। উৎসবটি ফিলিপিনো-কানাডীয়দের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐক্য প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এ বছর ভ্যাঙ্কুভারের সানসেট এলাকায় অনুষ্ঠিত এই উৎসবে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন। হামলার পর স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং আহতদের চিকিৎসা প্রদান করা হয়। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.