The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শনিবার, ০৩ মে ২০২৫

আপডেট: শনিবার, ০৩ মে ২০২৫

পাকিস্তানি সামরিক মহড়ার জবাবে ভারতের যুদ্ধবিমান মহড়া

পাকিস্তানি সামরিক মহড়ার জবাবে ভারতের যুদ্ধবিমান মহড়া

পাকিস্তানের বিশাল সামরিক মহড়ার জবাবে যুদ্ধবিমানের প্রশিক্ষণ মহড়া শুরু করেছে ভারত। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই যুদ্ধবিমানের প্রশিক্ষণ মহড়া চালিয়েছে তারা। 

শুক্রবার (২ মে) উত্তর প্রদেশে দেশটির বিমান বাহিনী ফাইটার জেটের জরুরি অবতরণের মহড়া চালায়।

এই অনুশীলনে অংশ নেয় রাফাল, জাগুয়ার, মিরেজ- টু থাউজেন্ড, সুখয়-থার্টি, মিগ-টুয়েন্টি নাইন এবং সি-ওয়ান থ্রি জিরো জে সুপার হারকিউলিস যুদ্ধবিমান।

সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই জরুরি অবতরণ ফ্যাসিলিটি তৈরি করা হয়েছে নির্মাণাধীন গঙ্গা এক্সপ্রেসওয়েতে।

এর আগে, গত বৃহস্পতিবার ঝিলমের তিল্লা ফায়ারিং রেঞ্জে যুদ্ধবিমান, কামান ও ট্যাংকসহ বিভিন্ন সমরাস্ত্রের মহড়া চালায় পাকিস্তান।

ভারতীয় গণমাধ্যমের দাবি, চলমান উত্তেজনার মধ্যে ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। 

অন্যদিকে, দ্য ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এরই মধ্যে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.