The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

মঙ্গলবার, ০৬ মে ২০২৫

আপডেট: সোমবার, ০৫ মে ২০২৫

ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল

ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল

তেল আবিবে প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধে ইয়েমেনে প্রায় অর্ধশত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

সোমবার (৫ মে) সন্ধ্যায় হুথি বাহিনীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, বেন গুরিওন বিমানবন্দরের কাছে হুথিদের ক্ষেপণাস্ত্র ছোড়া পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল। এর একদিন পরই ইয়েমেনে বিমান হামলা চালাল ইসরায়েল।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তার বলেছেন, ‘ইসরায়েল এখন ইয়েমেনে আক্রমণ চালাচ্ছে।’ 

তিনি বলেন, প্রায় ৩০টি ইসরায়েলি যুদ্ধবিমান ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর আল হুদাইদাহে বোমা হামলায় অংশ নিয়েছে। ইয়েমেনের লক্ষ্যবস্তুতে ৪৮টি হামলা চালিয়েছে।

চ্যানেলটি আরও জানিয়েছে, কয়েক ডজন ইসরায়েলি বিমান আল হুদাইদাহ বন্দর এলাকা এবং আল হুদাইদাহ গভর্নরেটের বাজিল জেলার একাধিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে।

এর আগে, রোববার ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বাহিনী। ওই ঘটনায় দুই জন নিহত ও ছয় জন আহত হওয়ার খবর জানিয়েছিল ইসরায়েলি সংবাদমাধ্যমগলো।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.