The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

সোমবার, ১২ মে ২০২৫

আপডেট: সোমবার, ১২ মে ২০২৫

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩ 

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩ 

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে চার সেনা কর্মকর্তাসহ অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় সোমবার (১২ মে) দেশটির পশ্চিম জাভা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। 

দেশটির প্রতিরক্ষা বাহিনীর (টিএনআই) বিষয়টি নিশ্চিত করে বলেছে, সোমবার সকাল ৯টায় জাভা প্রদেশের গারুত জেলার সাগারা গ্রামে বিস্ফোরণটি ঘটে। এ সময় সেনাবাহিনী পুরনো ও অকার্যকর গোলাবারুদ ধ্বংস করছিল।

টিএনআই-এর তথ্য অফিসের প্রধান মেজর জেনারেল ক্রিস্টোমেই সিয়ানতুরি জানান, ময়নাতদন্ত ও অন্যান্য প্রস্তুতির জন্য লাশগুলো উদ্ধার করে পামেউংপেউক আঞ্চলিক হাসপাতাল নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল সুরক্ষিত করা এবং দ্বিতীয় কোনো বিস্ফোরণের আশঙ্কা দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্ফোরণের কারণ বিস্তারিতভাবে তদন্ত করে জানানো হবে।’

ইন্দোনেশীয় প্রতিরক্ষা তথ্য অনুযায়ী, বিস্ফোরণে নিহত চারজন সেনা হলেন: কর্নেল অ্যান্টোনিয়াস হারমাওয়ান, মেজর আন্দা রোহান্দা, সেকেন্ড করপোরাল ইরি দ্বি প্রিয়ামবোডো, ফার্স্ট প্রাইভেট আফ্রিও সেতিয়াওয়ান।

নিহতদের মধ্যে অন্য ৯ জন ছিলেন স্থানীয় বেসামরিক নাগরিক। 

প্রতিরক্ষা বাহিনী জানায়, ঘটনাস্থলটি গারুত জেলার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার আওতাভুক্ত এলাকা। এখানেই মূলত নিয়মিত পুরনো গোলাবারুদ ধ্বংস করা হয়। 

এদিনই গোলাবারুদগুলো ইন্দোনেশীয় সেনাবাহিনীর পুসপালাদের গোলাবারুদ ডিপো নং ৩ থেকে আনা হয়েছিল।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.