The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

মঙ্গলবার, ১৩ মে ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৩ মে ২০২৫

ট্রাম্পের সফরের আগে মার্কিন নাগরিককে মুক্তি দিল হামাস

ট্রাম্পের সফরের আগে মার্কিন নাগরিককে মুক্তি দিল হামাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের ঠিক আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্ত ওই ব্যক্তি এডান আলেকজান্ডার ইসরায়েলি বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার (১২ মে) তাঁকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে হামাস।

হামাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আল কাসেম ব্রিগেড ইসরায়েলি সেনা ও মার্কিন নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্ত করেছে। যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার অংশ হিসেবেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’

জানা যায়, গাজার খান ইউনিস এলাকায় রেড ক্রসের কাছে এডানকে হস্তান্তর করে হামাস। এরপর তিনি নিরাপদে ইসরায়েলি সীমান্তে পৌঁছান বলে জানায় সে দেশের কর্তৃপক্ষ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময়সূচি অনুযায়ী তিনি মঙ্গলবার (১৩ মে) সৌদি আরবে পৌঁছানোর কথা ছিল। এর আগে ট্রাম্পের বিশেষ প্রতিনিধি অ্যাডাম বোয়েলার বলেন, ‘মার্কিন নাগরিককে মুক্তির এই খবরটি ইতিবাচক পদক্ষেপ।’

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে বিস্তৃত হামলা চালায় হামাস। ওই হামলায় ১,২০০ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে গাজা উপত্যকায় আটক করা হয়। এখনো অন্তত ৫৮ জন জিম্মি রয়েছেন বলে দাবি করছে ইসরায়েল, যাদের মধ্যে ৩৪ জন মারা গেছেন বলে দেশটির কর্তৃপক্ষের ধারণা।

এই ঘটনার পর থেকে গাজা অঞ্চলে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ওই হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৫৩ হাজার মানুষ এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ২০ হাজার।

এদিকে, এখনো সব জিম্মিকে উদ্ধার করতে না পারায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.