The Daily Adin Logo
বিশ্ব
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ১৩ মে ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৩ মে ২০২৫

কেন ভারতের পাশে ইসরায়েল?

কেন ভারতের পাশে ইসরায়েল?

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে যখন আন্তর্জাতিক সম্প্রদায় নিরপেক্ষ এবং যুদ্ধবিরতির পক্ষে তখন প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়িয়েছে ইসরায়েল

পেহেলগামে হামলার দুই দিনের মাথায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন এবং বলেছিলেন, ‘এই ঘটনায় যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে’।

এমনকি ভারত-পাকিস্তান সংঘর্ষের সময় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার জানিয়েছিলেন, ‘আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার ভারতের আছে’।

নিজেরা সংঘাতে জড়িত অবস্থায় ভারতের সমর্থনে এগিয়ে আসে ইসরায়েল।

সংঘর্ষকালে ভারত ইসরায়েলি ড্রোন ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায় বলেও দাবি পাকিস্তানের।

অন্যদিকে, রাশিয়া-ভারত সহযোগিতা সম্পর্ক ঐতিহাসিক হলেও ইসরায়েলের মতো সমর্থন জানায়নি রাশিয়া, বরং রাশিয়া শান্তির আবেদন জানিয়েছিল ভারতের কাছে।

রাশিয়ার এই নিরপেক্ষ অবস্থানে হতবাক ও বিস্মিত অনেকে।

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ২০১৪ সালে ক্ষমতায় আসার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। মোদিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি ইসরায়েল সফর করেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.