The Daily Adin Logo
বিশ্ব
রূপালী ডেস্ক

বুধবার, ১৪ মে ২০২৫

আপডেট: বুধবার, ১৪ মে ২০২৫

সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা

সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা

সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

তিনি বলেন, বাশার আল-আসাদের শাসনামলে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, এখন সেই পদক্ষেপগুলো থেকে সরে আসার সময় এসেছে।

মঙ্গলবার (১৩ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ সম্মেলনে দেওয়া ভাষণে ট্রাম্প এই ঘোষণা দেন। খবরটি প্রকাশ করেছে রয়টার্স।

বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, এ সপ্তাহের শেষদিকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

এ বিষয়ে আমি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আলোচনা করেছি এবং তারা এ সিদ্ধান্তে একমত হয়েছেন।’

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব, যাতে দেশটি পুনর্গঠনের সুযোগ পায়।

একসময় এই নিষেধাজ্ঞা প্রয়োজনীয় ছিল বটে, কারণ তা বাশার আল-আসাদের সরকারের অপরাধ রোধে সহায়ক হয়েছিল। কিন্তু এখন সময় এসেছে সিরীয় জনগণের অগ্রগতির পথ খুলে দেওয়ার।’ 

ট্রাম্প আরও বলেন, ‘আমি সিরিয়ার জনগণের জন্য শুভকামনা জানাই। আশা করি তারা সৌদি আরবের মতোই নিজেদের স্বতন্ত্র পথে এগিয়ে যাবে এবং চমৎকার সাফল্য অর্জন করবে।

আমরা একসঙ্গে অনেক কিছু অর্জন করেছি, কিন্তু এটি কেবল শুরু। মধ্যপ্রাচ্যের মানুষের জন্য নতুন এক আলোকিত দিনের সূচনা ঘটছে।’

জানা গেছে, আগামী বুধবার সৌদি আরবে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-সারার সঙ্গে বৈঠকে বসবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

হোয়াইট হাউস নিশ্চিত করেছে, ওই বৈঠকে ‘আব্রাহাম চুক্তি’-এর আওতায় সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করছে লন্ডন টাইমস।

ট্রাম্পের ঘোষণার পর সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘বাশার আল-আসাদের সরকারের যুদ্ধাপরাধের কারণে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা এখন শেষের পথে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।’
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.