The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শুক্রবার, ১৬ মে ২০২৫

আপডেট: শুক্রবার, ১৬ মে ২০২৫

সংযুক্ত আরব আমিরাত-যুক্তরাষ্ট্রের ১.৪ ট্রিলিয়ন ডলারের চুক্তি

সংযুক্ত আরব আমিরাত-যুক্তরাষ্ট্রের ১.৪ ট্রিলিয়ন ডলারের চুক্তি

আগামী এক দশকে যুক্তরাষ্ট্রে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বৃহস্পতিবার (১৫ মে) জানান, ১.৪ ট্রিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ তারা বিভিন্ন খাতে ব্যয় করবে।

এই ঘোষণা আসে আবুধাবির কাসর আল ওয়াতানে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের আলোচনায়, যেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

বিনিয়োগ খাত:

রাষ্ট্রপতি আল নাহিয়ান জানান, এই বিনিয়োগ মূলত লক্ষ্য করবে:

# নতুন অর্থনৈতিক কাঠামো
# জ্বালানি উৎপাদন ও গবেষণা
# উন্নত প্রযুক্তির বিস্তার
# কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্যোগ
# আধুনিক শিল্পখাতের সম্প্রসারণ

মহাকাশ গবেষণায় যৌথ অংশীদারিত্ব:

আমিরাতের রাষ্ট্রপতি বলেন, যুক্তরাষ্ট্র হলো তাদের মহাকাশ কর্মসূচির কৌশলগত সহযোগী। যৌথ কার্যক্রমের আওতায় থাকছে:

# মঙ্গলগ্রহে অনুসন্ধান
# মানব মহাকাশ মিশন
# গ্রহাণু বেল্টে গবেষণা অভিযান

শান্তি প্রচেষ্টায় একসঙ্গে কাজের প্রতিশ্রুতি:

আলোচনায় ট্রাম্পকে উদ্দেশে করে শেখ মোহাম্মদ বলেন, ‘আমিরাত ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই শান্তি ও নিরাপত্তা প্রচেষ্টায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এ সফর আমাদের সম্পর্ক আরও দৃঢ় করবে।’

উষ্ণ অভ্যর্থনায় ট্রাম্প:

ট্রাম্প আবুধাবি বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আল নাহিয়ান। পরে তিনি শেখ খালেদ বিন মোহাম্মদের সঙ্গে ঘুরে দেখেন শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ।

উপসাগরীয় সফরের শেষ গন্তব্য:

# সৌদি আরব ও কাতার সফরের পর আমিরাত ছিল ট্রাম্পের উপসাগরীয় সফরের শেষ পর্ব।
# ২০০৮ সালের পর এই প্রথম কোনো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের আবুধাবি সফর।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.