The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শুক্রবার, ১৬ মে ২০২৫

আপডেট: শুক্রবার, ১৬ মে ২০২৫

পাকিস্তান ভারতের অহংকার ভেঙে দিয়েছে: শাহবাজ

পাকিস্তান ভারতের অহংকার ভেঙে দিয়েছে: শাহবাজ

ভারতের সামরিক শক্তি ও আঞ্চলিক পরাশক্তি হওয়ার দাবি ভেঙে দিয়েছে পাকিস্তান বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

তিনি বলেন, ‘নয়াদিল্লি বহু টাকা খরচ করে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্রসহ নানা অস্ত্র কেনার মাধ্যমে নিজেদের শক্তিশালী দেখাতে চেয়েছিল, কিন্তু পাকিস্তান সেই ভুল ধারণা ভেঙে দিয়েছে।’

শুক্রবার (১৬ মে) পাকিস্তান বিমান বাহিনীর একটি ঘাঁটি পরিদর্শনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সফরে তার সঙ্গে ছিলেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নবীদ আশরাফ।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দু।

সফরের সময় প্রধানমন্ত্রীকে জানানো হয়, পাকিস্তান বিমান বাহিনী বর্তমানে কতটা প্রস্তুত ও সক্ষম। তিনি পাইলট, প্রকৌশলী ও অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দায়িত্বশীলতা ও দেশপ্রেমের প্রশংসা করেন।

তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী অযৌক্তিক আগ্রাসনের সময় যে ধৈর্য, বুদ্ধিমত্তা ও সাহসিকতা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের সময়মতো ও নিয়ন্ত্রিত প্রতিক্রিয়ায় শত্রুর ঘাঁটিতে শক্ত আঘাত হানা সম্ভব হয়েছে।

শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানের এই জবাব দেশকে রক্ষার সংকল্প ও সক্ষমতা প্রমাণ করে দিয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.