The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শনিবার, ১৭ মে ২০২৫

আপডেট: শনিবার, ১৭ মে ২০২৫

ট্রাম্পকে মাত্র ১ ফোঁটা তেল দিল আরব আমিরাত

ট্রাম্পকে মাত্র ১ ফোঁটা তেল দিল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডনক) প্রধান সুলতান আল জাবের তাকে উপহার দেন একটি বিশেষ ক্যাপসুল। 

সেখানে ছিল এক ফোঁটা ‘মুরবান’ নামের তেল, যা পৃথিবীর অন্যতম সেরা মানের তেল হিসেবে স্বীকৃত।

উপহার পেয়ে ট্রাম্প কৌতুক করে বলেন, ‘এটা বিশ্বের সেরা তেল, কিন্তু আমাকে শুধু এক ফোঁটা দেওয়া হলো! আমি খুব খুশি নই।’ তার কৌতুকে পুরো হলজুড়ে হাসির রোল পড়ে যায়।

১৯৫৮ সালে আবিষ্কৃত মুরবান তেল পরিচিত এর উচ্চমান ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের জন্য। এর গ্র্যাভিটি ৪০ এবং এতে সালফারের পরিমাণ খুবই কম, ফলে এটি কম কার্বন নির্গমনকারী তেল হিসেবে পরিচিত।

এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল ইউএই ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি বৃহৎ জ্বালানি বিনিয়োগ চুক্তি। চুক্তি অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে দু’দেশ মিলে জ্বালানি খাতে ৪৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

এতে অংশ নেবে যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সনমোবিল, অক্সিডেন্টাল এবং ইওজি রিসোর্সেসের মতো শীর্ষস্থানীয় কোম্পানিগুলো।

এ ছাড়া, চলতি বছরের মার্চে ইউএই ঘোষণা দেয়, তারা আগামী ১০ বছরে যুক্তরাষ্ট্রে ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই বিনিয়োগ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর, জ্বালানি ও উৎপাদন খাতে ব্যয় করা হবে।

সূত্র : দ্য মিন্ট

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.