The Daily Adin Logo
বিশ্ব
রূপালী ডেস্ক

রবিবার, ১৮ মে ২০২৫

আপডেট: রবিবার, ১৮ মে ২০২৫

ইউক্রেনে ‘র‍‍‍‍ক্তপা‍‍‍‍ত বন্ধে’ পুতিনকে জানাবেন ট্রাম্প

ইউক্রেনে ‘র‍‍‍‍ক্তপা‍‍‍‍ত বন্ধে’ পুতিনকে জানাবেন ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রোববার (১৮ মে) এক প্রতিবেদনে জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সোমবার (১৯ মে) পুতিনকে ফোন করবেন ট্রাম্প। এই ফোনালাপের মূল উদ্দেশ্য হবে ‘রক্তপাত বন্ধ করা’।

প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ (সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম) এ এক পোস্টে জানান, সোমবার (১৯ মে) সকাল ১০টায় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন তিনি। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং কয়েকটি ন্যাটো দেশের নেতাদের সাথেও কথা বলবেন তিনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ সংবাদ সংস্থাগুলোকে বলেন, ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপের প্রস্তুতি চলছে। 

অন্যদিকে ট্রাম্প ট্রুথ এর পোস্টে জানান, “আশা করি এটা ফলপ্রসূ দিন হবে, যুদ্ধবিরতি কার্যকর হবে, আর এই ভয়াবহ যুদ্ধ যেটা কখনোই শুরু হওয়া উচিত ছিল না তার অবসান ঘটবে।”

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতির পক্ষে তবে মস্কো এখনও ধীর গতিতে এগোচ্ছে। যদিও শনিবার (১৭ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে এক ফোনালাপে মস্কো ট্রাম্পের মধ্যস্থতা প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, চলমান যুদ্ধের তিন বছর পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি শান্তি আলোচনা হয়েছে। তবে কোনো ধরণের অগ্রগতি হয়নি। উভয় পক্ষ একটি বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হলেও ট্রাম্প বলেছিলেন, পুতিন যদি বৈঠকে আসেন, তবে তিনিও উপস্থিত থাকবেন। কিন্তু পুতিন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.