The Daily Adin Logo
বিশ্ব
রূপালী ডেস্ক

রবিবার, ১৮ মে ২০২৫

আপডেট: রবিবার, ১৮ মে ২০২৫

হামলার ভয়ে ‘গর্তে’ লুকাল লক্ষাধিক ইসরায়েলি

হামলার ভয়ে ‘গর্তে’ লুকাল লক্ষাধিক ইসরায়েলি

ইসরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী ‘আনসারাল্লাহ’। রোববার (১৮ মে) এই হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

ইয়াহিয়া সারি বলেন, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র দুটির একটি হাইপারসনিক ‘প্যালেস্টাইন-২’ ক্ষেপণাস্ত্র এবং অন্যটি ‘জুলফিকার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তিনি বলেন, ‘এ হামলায় বিমান চলাচলে বিঘ্ন ঘটে ও ‘লক্ষাধিক ইসরায়েলি নাগরিক বোমা শেল্টারে (এক ধরনের গর্ত) আশ্রয় নেয়।’

তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো হামলার কোনো ক্ষয়ক্ষতির বিষয় নিশ্চিত করেনি।

হুতি গোষ্ঠী বলছে, গাজায় ইসরায়েলের ‘গণহত্যামূলক অভিযানের’ জবাবে এ হামলা চালিয়েছে তারা। একইসঙ্গে মুসলিম বিশ্বকে আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুতিদের চলমান হামলার জবাবে হুতির শীর্ষ নেতা আবদুল মালিক আল-হুতিসহ নেতৃত্ব পর্যায়ে হত্যার হুমকি দিয়ে বলেন, যেভাবে হামাস ও হিজবুল্লাহ নেতাদের টার্গেট করা হয়েছে, তেমনভাবেই হুতিদেরও করা হবে।

হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসরায়েল ও লোহিত সাগর অঞ্চলের লক্ষ্যবস্তুতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.