The Daily Adin Logo
বিশ্ব
রূপালী ডেস্ক

রবিবার, ১৮ মে ২০২৫

আপডেট: রবিবার, ১৮ মে ২০২৫

গাজায় হামলা বন্ধে নিশ্চুপ ট্রাম্প

গাজায় হামলা বন্ধে নিশ্চুপ ট্রাম্প

অবরুদ্ধ গাজায় ‘অপারেশন গিডিয়নস রথ’ শুরু করেছে ইসরায়েল। অর্থাৎ পুরো গাজার দখল নিতে ‘চূড়ান্ত’ আক্রমণ চালাচ্ছে দখলদার রাষ্ট্রটি। হামলা শুরুর পর অন্তত দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। কিন্তু গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের প্রতি ন্যূনতম চাপ দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করেন তিনি। উপসাগরীয় তিন রাষ্ট্র সফরে ইসরায়েলকে এড়িয়ে গেলেও ট্রাম্প ও তার প্রশাসন গাজায় তেল আবিবের পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নেতানিয়াহুর সরকারকে সাহায্য বন্ধ বা বেসামরিক নাগরিকদের ব্যাপক মৃত্যুর বিষয়ে চাপ দেওয়ার কোনও প্রকাশ্য লক্ষণ দেখাননি।

তার মধ্যপ্রাচ্য সফররত অবস্থায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসে একজন ইসরায়েলি-মার্কিন সেনাকে মুক্তি দিয়েছে। যাকে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি আলোনাকে আবার নতুন মাত্রায় ফিরিয়ে আনার অন্যতম পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্লেষকরা জিম্মি মুক্তির এই উদ্যোগকে যুদ্ধ বন্ধে হামাসের ইঙ্গি বলেও উল্লেখ করেছিলেন।

ট্রাম্প বলেছেন, তিনি বাকি বন্দিদের বের করে আনতে চান। তবে ইসরায়েলকে যুদ্ধ শেষ করার আহ্বান জানাননি।

পরিবর্তে তিনি গাজার প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি জনসংখ্যার বেশিরভাগকে অন্যান্য দেশে পুনর্বাসন ও অন্যদের জন্য এই অঞ্চলটি পুনর্নির্মাণের প্রস্তাব করেছেন। ইসরায়েল এই প্রস্তাব গ্রহণ করেছে। 

ফিলিস্তিনি, আরব দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগই তীব্র নিন্দা জানিয়েছিলেন। আইন বিশেষজ্ঞরা বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট পরিপন্থী।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.