The Daily Adin Logo
বিশ্ব
রূপালী ডেস্ক

সোমবার, ১৯ মে ২০২৫

আপডেট: সোমবার, ১৯ মে ২০২৫

যুদ্ধ বন্ধে আগ্রহী ইসরায়েল, মানতে হবে যেসব শর্ত

যুদ্ধ বন্ধে আগ্রহী ইসরায়েল, মানতে হবে যেসব শর্ত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিনের যুদ্ধ বন্ধে শর্তসাপেক্ষে সম্মতি জানিয়েছেন ।

রোববার (১৮ মে) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নেতানিয়াহু যুদ্ধ বন্ধে সম্মতি জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, স্থায়ী যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে আগে গাজা ছেড়ে যেতে হবে এবং তাদের হাতে যেন কোনো অস্ত্র না থাকে তা নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সম্ভাব্য একটি খসড়া প্রস্তাবের আলোকে ইসরায়েল আলোচনায় আগ্রহ দেখিয়েছে। 

মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব অনুযায়ী, গাজায় ৪৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। নেতানিয়াহু বলেন, ‘আমি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণে রাজি আছি।’

এ সময় ১০ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস এবং ইসরায়েলও মুক্তি দেবে নির্দিষ্টসংখ্যক ফিলিস্তিনি বন্দিকে। একই সঙ্গে যুদ্ধবিরতির সময়েই স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা চলবে। কাতারের দোহায় আলোচনায় অংশ নেওয়া ইসরায়েলি দল সব বিষয় খতিয়ে দেখছে।

উল্লেখ্য, এর আগে নেতানিয়াহু যুদ্ধ সম্পূর্ণ বন্ধের সব প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিলেন। তবে এবার এ অবস্থানে পরিবর্তন এসেছে। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণেই তিনি আলোচনার পথ ধরছেন।

তবে বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে শর্ত দিয়েছেন, তা বাস্তবায়ন সহজ নয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.