The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

সোমবার, ২৬ মে ২০২৫

আপডেট: সোমবার, ২৬ মে ২০২৫

বউয়ের সঙ্গে ঝগড়া করে ‘মার খেলেন’ ফরাসি প্রেসিডেন্ট

বউয়ের সঙ্গে ঝগড়া করে ‘মার খেলেন’ ফরাসি প্রেসিডেন্ট

বউয়ের সঙ্গে ঝগড়া করে পার পেয়েছে এমন পুরুষ পাওয়া হয়তো পৃথিবীতে দুর্লভ। বউয়ের সঙ্গে চলে না কোনো ক্ষমতা; হোক সে সাধারণ মানুষ কিংবা প্রেসিডেন্ট। তাই হয়তো পার পেলেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও। বিমান থেকে নামার সময় ম্যাক্রোঁর মুখে ধাক্কা মেরেছেন তার স্ত্রী ব্রিজিট তোনিয়ো।

ভিয়েতনাম সফরের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ও তার স্ত্রী ব্রিজিটের মধ্যে ‘ঝগড়া’ বাধে। যা সামাজিক যোগাযোগমাধ্যামে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

রোববার (২৫ মে) সন্ধ্যায় হ্যানয় বিমানবন্দরে ধারণ করা ফুটেজে দেখা যায়, প্রেসিডেনশিয়াল বিমানের দরজা দিয়ে ম্যাক্রোঁকে দেখা যাচ্ছে। হঠাৎ ব্রিজিট দ্রুত হাত উঠিয়ে প্রেসিডেন্টের মুখের দিকে একটি ধাক্কা-সদৃশ আচরণ করেন। কয়েক সেকেন্ডের মধ্যেই স্ত্রী ব্রিজিটের হাত সবার নজরে আসে। এরপর হাত দুটি ফ্রান্সের প্রেসিডেন্টের মুখের দিকে তুলে ধরেন।

বউয়ের মার খেয়ে ম্যাকরনের বিস্মিত ভাব দেখান, পরে ক্যামেরার দিকে হাত নেড়ে স্বাভাবিক থাকার চেষ্টা করেন। এরপর এই দম্পতি বিমান থেকে একসঙ্গে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসেন। ম্যাক্রোঁ তার স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেন। কিন্তু স্ত্রী তার পরিবর্তে সিঁড়ির রেলিং ধরে রাখেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন বলছে, সম্ভবত ভেতরে তাদের মধ্যে কোনো ‘বিস্ফোরক তর্ক’ হতে পারে। ‘লড়াইরত’ দম্পতির ভিডিও ক্লিপটি রাতারাতি ভাইরাল হয়ে যায়।

প্রতিবেদন অনুসারে, প্রথমে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেস এটিকে ‘ভুয়া’ বলে অস্বীকার করে। কিন্তু ফরাসি গণমাধ্যমের সূত্রগুলো পরে নিশ্চিত করেছে, ক্লিপটি আসলে সঠিক। এছাড়া অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) লাইভ ভিডিওতেও ‘মর্মান্তিক’ মুহূর্তটি স্পষ্টভাবে দেখা গেছে।

প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র লে ফিগারো সংবাদপত্রকে জানিয়েছে, এই জুটির মধ্যে ‘ঝগড়া’ হয়েছিল, কিন্তু এটি ছিল একটি ‘ঘনিষ্ঠতার মুহূর্ত’।

ফরাসি নেতা মাত্র ১৫ বছর বয়সে তৎকালীন তিন সন্তানের মা তার ফরাসি সাহিত্যের শিক্ষিকার সঙ্গে সম্পর্কে জড়ান। ম্যাক্রোঁ এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার এক সপ্তাহব্যাপী সফর শুরু করতে হ্যানয়ে আছেন। এরপর তিনি ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর যাবেন।

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.