The Daily Adin Logo
বিশ্ব
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

‘নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন ট্রাম্প’

‘নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন ট্রাম্প’

বিভিন্ন দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক স্থগিত করেছেন মার্কিন আদালত। 

বুধবার (২৮ মে) নিউইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য আদালত এক আদেশে এমন সিদ্ধান্তের কথা জানান। 

আদালতের আদেশে বলা হয়েছে, বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন ট্রাম্প।

এ রায় এসেছে দুটি আলাদা মামলার পরিপ্রেক্ষিতে। একটি মামলা করেছে ‘লিবার্টি জাস্টিস সেন্টার’ নামের একটি আইনগত সংস্থা, যারা ট্রাম্পের বাড়তি শুল্কে ক্ষতিগ্রস্ত পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষে আইনি লড়াই করে। অপর মামলাটি করেছে যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য, যারা মনে করে ট্রাম্পের শুল্কনীতি স্থানীয় অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে।

আদালতের রায়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে—বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য নীতির নিয়ন্ত্রণ কংগ্রেসের হাতে। প্রেসিডেন্ট তা চাইলেই যেকোনো দেশের পণ্যের ওপর ইচ্ছেমতো শুল্ক বসাতে পারেন না।

আদালতের এই রায়ের পর তাৎক্ষণিকভাবে আপিলের প্রস্তুতি নিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার এক প্রতিক্রিয়ায় বলেছেন, বিচারব্যবস্থায় এখন যেন এক ধরনের অভ্যুত্থান চলছে। এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

গত ২ এপ্রিল ট্রাম্প তার প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রায় সব দেশের আমদানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন। তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির বিষয়টি দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে আন্তর্জাতিক চাপ ও বাজারে অস্থিরতা তৈরি হলে চীন ছাড়া অন্য সব দেশের জন্য ওই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন।

 সূত্র: রয়টার্স

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.