The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শনিবার, ৩১ মে ২০২৫

আপডেট: শনিবার, ৩১ মে ২০২৫

ইলন মাস্ককে ট্রাম্পের ‘গুডবাই’

ইলন মাস্ককে ট্রাম্পের ‘গুডবাই’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (৩০ মে) হোয়াইট হাউসের ওভাল অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইলন মাস্ককে বিদায় জানিয়েছেন। মার্কিন গভর্নমেন্ট ব্যয় সংকোচনবিষয়ক দপ্তর ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডগে)’র প্রধান হিসেবে মাত্র চার মাস দায়িত্ব পালনের পর মাস্ক এই পদ থেকে অব্যাহতি নিচ্ছেন।

ওয়াশিংটন থেকে এজেন্সি ফ্রান্স প্রেস জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ট্রাম্প ও মাস্কের একটি যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে ট্রাম্প এই বিদায়ের বিষয়টিকে ইতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করেন।

বৃহস্পতিবার (২৯ মে) ৭৮ বছর বয়সি ট্রাম্প তার নিজস্ব মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ মাস্কের প্রশংসা করে বলেন, ‘আজই ওর (ইলন মাস্ক) শেষ দিন, তবে আসলে নয়, কারণ ও সবসময়ই আমাদের সাথে থাকবে, সর্বদা সহযোগিতা করবে।’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ‘ডগে’র অধীনে মাস্কের কাজকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসা করেন এবং বলেন, ‘এই কর্মসূচি অব্যাহত থাকবে।’

ফেব্রুয়ারিতে এয়ার ফোর্স ওয়ান, মেরিন ওয়ান, হোয়াইট হাউস এবং ট্রাম্পের ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্ট এ ট্রাম্পের পাশেই দেখা যেত মাস্ক ও তার পুত্রকে।

তবে মাস্কের বিদায় অনুভূতি হচ্ছে আগমনের ঠিক বিপরীত। স্বয়ং স্বীকার করলেন তিক্ত অভিজ্ঞতার কথা। প্রকাশ্যে ট্রাম্পের রাজস্ব ও ব্যয় পরিকল্পনার সমালোচনাও করেন তিনি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.