The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

শনিবার, ৩১ মে ২০২৫

আপডেট: শনিবার, ৩১ মে ২০২৫

স্টিল আমদানিতে শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দিলেন ট্রাম্প

স্টিল আমদানিতে শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দিলেন ট্রাম্প

গত বুধবার (২৮ মে) থেকে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে বর্ধিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউএস স্টিলকে বাঁচিয়ে রাখতে তার এই সিদ্ধান্ত বলে জানান তিনি। পেনসিলভানিয়ার স্টিলকে আমেরিকার মেরুদণ্ড হিসেবে দাঁড় করানোর বিষয়ও জানান তিনি।

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক সংক্রান্ত নীতি নিয়ে বৈশ্বিক সমালোচনার মাঝেই আসে এই ঘোষণা।

পেনসিলভানিয়ার পিটসবার্গ-এ এক সমাবেশে ট্রাম্প এ পদক্ষেপের মাধ্যমে স্থানীয় স্টিল শিল্প শক্তিশালী হবে ও জাতীয় সরবরাহ বাড়বে এমন আশা ব্যক্ত করেন। পাশাপাশি চীনের ওপর নির্ভরতা কমবে।

ট্রাম্প আরও জানিয়েছেন, জাপানের নিপ্পন স্টিলের সাথে ইউনাইটেড স্টেটস স্টিল করপোরেশন বা ইউএস স্টিলের অংশীদারিত্বের ভিত্তিতে স্টিল উৎপাদন খাতে আরও ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। তবে চুক্তির বিষয়টি চূড়ান্ত করা বাকি আছে বলেও জানান ট্রাম্প।

এক সমাবেশে স্টিল কর্মীদের উদ্দেশে ট্রাম্প বলেন ‘কোনো কারখানা বন্ধ কিংবা আউটসোর্সিং নয় এবং যুক্তরাষ্ট্রের প্রতিটি স্টিল কর্মী শিগগিরই তাদের প্রাপ্য পাঁচ হাজার ডলার বোনাস পাবেন’।

যুক্তরাষ্ট্র-জাপান চুক্তি নিয়ে স্টিল কর্মীদের মধ্যে বড় উদ্বেগের বিষয় হলো যে কীভাবে জাপান ওয়ার্কার্স ইউনিয়নের চুক্তিকে সম্মান করবে। সংগঠনটিই বেতন ও নিয়োগের তত্ত্বাবধায়ন করে থাকে।

ট্রাম্প বলেছেন, তিনি তার প্রথম মেয়াদে স্টিল আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করে আমেরিকার সবচেয়ে বড় স্টিল উৎপাদক প্রতিষ্ঠান-ইউএস স্টিলকে (পিটসবার্গ) রক্ষা করেছেন।

ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এখন ইউএস স্টিলকে বাঁচিয়ে রাখা নিশ্চিত করতে তিনি শুল্ক ৫০ শতাংশে উন্নীত করছেন।

‘আমরা আবারও পেনসিলভানিয়ার স্টিলকে আমেরিকার মেরুদণ্ড হিসেবে দাঁড় করাতে যাচ্ছি, যা আগে হয়নি’ বলেছেন তিনি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.