The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

রবিবার, ০১ জুন ২০২৫

আপডেট: রবিবার, ০১ জুন ২০২৫

প্রেমিকের ৪৫ কোটি টাকা নিয়ে অন্যজনের সঙ্গে পালালেন প্রেমিকা!

প্রেমিকের ৪৫ কোটি টাকা নিয়ে অন্যজনের সঙ্গে পালালেন প্রেমিকা!

কানাডার উইনিপেগ শহরে প্রেমিকার বিশ্বাসঘাতকতায় প্রায় ৪৫ কোটি (৪৪,৪২,৯৫,৯১৭ টাকা) টাকা হারিয়েছেন লরেন্স ক্যাম্পবেল নামক প্রেমিক। পরিচয়পত্র হারিয়ে ফেলায় ক্রিস্টাল অ্যান ম্যাকক নামক প্রেমিকার অ্যাকাউন্টে জমা দেন ২০২৪ সালের লটারির টিকিট যার মূল্য ৫ মিলিয়ন কানাডিয়ান ডলার।

প্রাথমিকভাবে সবকিছু স্বাভাবিক মনে হলেও কয়েক দিনের মধ্যে ম্যাকক যোগাযোগ বিচ্ছিন্ন করে ব্লক করে দেন ক্যাম্পবেলকে। পরে অন্য এক ব্যক্তির সঙ্গে বিছানায় ধরা পড়েন ক্যাম্পবেল। এমনটি উল্লেখ করা হয় ম্যাকের দায়ের করা মামলায়। 

এর জেরে ক্যাম্পবেল ম্যাককসহ লটারি সংস্থা ও ম্যানিটোবা লিকার অ্যান্ড লটারি করপোরেশনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন।  তার অভিযোগ, তারা ঝুঁকির বিষয়টি জানায়নি বা উপযুক্ত পরামর্শ দেয়নি। তার আইনজীবীর ভাষায়, এই মামলা শুধু প্রেমঘটিত প্রতারণার নয়, বরং এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা বনাম ভাগ্য- এই দ্বন্দ্বের প্রতিফলন।

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনেকে ক্যাম্পবেলের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, আবার কেউ কেউ তার বিশ্বাসঘাতী প্রেমিকাকে কঠোরভাবে সমালোচনা করেছেন। কেউ কেউ ব্যঙ্গ করে লিখেছেন, বিশ্বাসে মিলায় বস্তু, তবু বিশ্বাসে বড়ই ক্ষতি হতে পারে!

এই মামলার পরবর্তী শুনানি ম্যানিটোবার কোর্ট অব কিংস বেঞ্চে অনুষ্ঠিত হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.