The Daily Adin Logo
বিশ্ব
বিশ্ব ডেস্ক

সোমবার, ০২ জুন ২০২৫

আপডেট: রবিবার, ০১ জুন ২০২৫

ভারতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ

ভারতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ

ভারতে ফের করোনা ভাইরাস সংক্রমণ ঊর্ধ্বমুখী। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মাত্র এক সপ্তাহের ব্যবধানে আক্রান্তের সংখ্যা ১২০০ শতাংশেরও বেশি বেড়েছে।

শনিবার (৩১ মে) পর্যন্ত দেশটিতে নতুন করে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩,৩৯৫ জন। অথচ ২২ মে এই সংখ্যা ছিল মাত্র ২৫৭। চার দিনের ব্যবধানে ২৬ মে তা বেড়ে দাঁড়ায় ১,০১০-এ। এর এক সপ্তাহ পর তা পৌঁছায় প্রায় সাড়ে তিন হাজারে।

কেরালা, মহারাষ্ট্র এবং দিল্লি, সবচেয়ে বিপদজনক অবস্থায় রয়েছে বর্তমানে। এই তিন রাজ্যে দ্রুত হারে বাড়ছে সংক্রমণ। তবে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ১১৬ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত নতুন করে  ৬৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪ জনের।

এদিকে গত  এক মাসে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। যাদের মধ্যে ৬ জনেরই কো-মর্বিডিটি ছিল।

মন্ত্রণালয়ের মতে, এটি বড় ধরনের উদ্বেগের কারণ নয়, তবে সতর্ক থাকতে হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আশ্বস্ত করে জানিয়েছে, এই মুহূর্তে করোনার যে বৃদ্ধি দেখা যাচ্ছে, তা মূলত আগের অসুস্থতার সঙ্গে সম্পর্কযুক্ত এবং এটি কোনো নতুন রূপ বা অতিমারির ইঙ্গিত নয়। তবে সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.